পরিবহন সংক্রান্ত

2023 এর নতুন নিয়মে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন?

10th Dec, 2022 by J Kamilya
learner_license photo

ভারতবর্ষের রাস্তায় যে কোন ধরনের মোটরযান চালানোর জন্য চালকের লাইসেন্স একটি অপরিহার্য নথি। চালকের লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ নথি। চালকের লাইসেন্স না থাকলে পাবলিক এলাকায় গাড়ি চালানো নিষেধ। আঞ্চলিক পরিবহন অফিস (RTO) বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। এক জন আবেদনকারীর প্রথমে একটি লার্নার লাইসেন্স প্রয়োজন। একজন আবেদনকারীর কিভাবে Online Larner License আবেদন করবেন সেই বিষয়ের সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দেওয়া হল |

Online Larner License Application form

  1. প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। ওয়েবসাইটটি হল www.parivahan.gov.in
  2. এরপর ওপরে থাকা অপশন গুলির মধ্যে অনলাইন সার্ভিস অপশনটিতে জান এর পর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনে ক্লিক করুন।
  3. learner licence online apply step 2
  4. এরপর একটি পেজ ওপেন হবে সেখানে নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন । আপনি যদি ওয়েস্টবেঙ্গল রাজ্যে বসবাস করেন তাহলে ওয়েস্টবেঙ্গল টি সিলেক্ট করুন ।
  5. learner licence online apply step 3
  6. এরপর Apply For Learner Licence এ ক্লিক করতে হবে।
  7. learner licence online apply step 4
  8. Apply For Learner Licence অপশনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার সমস্ত নির্দেশাবলী দেখানো হবে।
  9. এরপর Continue বাটনেএ ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে।
  10. learner licence online apply step 6
  11. এরপর Applicant does not hold any Driving/Learner licence issued in India অপশনে ক্লিক করুন এবং 'Submit' বাটনে ক্লিক করুন।
  12. learner licence online apply step 7
  13. এরপর Submit via Aadhaar Authentication অপশনে ক্লিক করুন এবং 'Submit' বাটনে ক্লিক করুন।
  14. learner liscence apply form west Bengal
  15. এরপর একটি পেজ ওপেন হবে এবং ফরম ফিলাপ করে অথেন্টিকেশন বাটনে ক্লিক করতে হবে ।
  16. driving learning licence online apply
  17. এরপর একটি লার্নিং লাইসেন্সের জন্য আবেদনপত্র আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ পূরণ করুন। ফর্মটিতে আপনার ব্যক্তিগত বিবরণ, ঠিকানার বিবরণ, যানবাহনের শ্রেণি ইত্যাদির মতো বিশদ বিবরণ থাকবে।
  18. learner liscence online
  19. সমস্ত বিবরণ পূরণ করার পরে. নিচের 'Submit' বাটনে ক্লিক করুন।
  20. Learner license online apply
  21. সাবমিট করার পর একটি পেজ ওপেন হবে পেজের মধ্যে অ্যাপ্লিকেশন নম্বর থাকবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম টি কে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনি এই রেকর্ডটি আপনার মোবাইলে এসএমএস আকারে পাবেন।

Document Upload

অ্যাপ্লিকেশন ফর্ম পুরণ হয়েগেলে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে । ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে ‘Age Proof’ এবং ‘Address Proof’ এর ডকুমেন্ট নিজের কাছে রাখতে হবে। ‘Age Proof’ হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন এবং ‘Address Proof’ হিসাবে আধার কার্ড এর একটি পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল নিজের কাছে রেখে দিন । তারপর ডকুমেন্টস আপলোড প্রসেস শুরু করুন। ডকুমেন্ট আপলোড প্রসেস শুরু করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।

  • ডকুমেন্ট আপলোডের জন্য ‘Preside’ বাটনে ক্লিক করুন ।
  • একটি নতুন পেজ ওপেন হবে সেখানে 'Submit' বাটনে এ ক্লিক করুন ।
  • এরপর একটি পেজ ওপেন হবে ফর্মটিতে ‘Age Proof’ জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ পূরণ করুন এবং Next বাটনে ক্লিক করুন ।
  • এরপর একটি পেজ ওপেন হবে ফর্মটিতে ‘Address Proof’ জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ পূরণ করুন এবং Next বাটনে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড প্রসেস সম্পূর্ণ হবে।

Online learner license application cost and fee payment

ওয়েস্টবেঙ্গল এ অনলাইন লার্নার লাইসেন্স এর অ্যাপ্লিকেশন খরচ240 টাকা । এই পেমেন্টে আপনি অনলাইনে করতে পারেন। অনলাইনে পেমেন্ট করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।

  1. পেমেন্ট করার জন্য প্রসিড বাটনে ক্লিক করতে হবে ।
  2. টান্সফার ডিটেলস এর একটি নতুন পেজ ওপেন হবে ।
  3. পেমেন্ট অপশন এর অধীনে ব্যাংক গেটওয় এর অপশন সিলেক্ট করতে হবে এবং ক্যাপচার কোড বসানোর পর Pay Now অপশন এ ক্লিক করতে হবে ।
  4. এরপর একটি নতুন পেজ ওপেন হবে এই পেজের মধ্যে ডিটেলস দেখানো থাকবে আই এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে ।
  5. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ।
  6. এরপর এসবিয়াই ইপের একটি নতুন পেজ ওপেন হবে এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবহব।
  7. পরবর্তী পেজের মধ্যে GRN নম্বর শো করবে অতি অবশ্যই GRN নম্বর নোট করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবে ।
  8. একটি নতুন পেজ চলে আসবে সেখানে ক্যাপচা কোড দিতে হবে এবং কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ।
  9. এরপর SBI epay একটি পেজ চলে আসবে এখানে ফরম ফিলাপ করে PayNow অপশনে ক্লিক করতে হবে ,তাহলে আপনার পেমেন্ট প্রসেস সম্পন্ন হবে।

টেস্ট স্লট বুকিং

পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে স্লট বুকিং করতে হবে।স্লট বুকিং এর জন্য আপনি যেই ডেটে পরীক্ষা দিতে চান সেই ডেট এবং টাইম অনুযায়ী স্লট বুকিং করবেন।স্লট বুকিং করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।

  1. টেস্ট স্লট বুকিংয়ের জন্য প্রসিড বাটনে ক্লিক করতে হবে ।
  2. এরপর এল এল টেস্ট অ্যাপ্লিকেশনের একটি পেজ ওপেন হবে ।
  3. এরপর কোন তারিখ এবং কোন সময়ে আপনি পরীক্ষা দিতে চান সেই তারিখ এবং সময় সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেলে বুক স্লট বাটনে ক্লিক করতে হবে ।
  4. আপনার ফোন নম্বর একটি ওটিপি যাবে সেই ওটিপি বসানোর পর কনফার্ম টিকিট বুকিং এর অপশন এ ক্লিক করতে হবে ।
  5. পরবর্তী পেজে আপনার ডিটেইলস আসবে ওই ডিটেইলস আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন তাহলে আপনার টেস্ট স্লট বুকিং সম্পূর্ণ হয়ে যাবে।

পেমেন্ট এবং টেস্ট স্লট বুকিং সম্পূর্ণ হলে, যেই ডেটে আপনি টেস্ট স্লট বুকিং করবে সেই ডেটে আপনাকে এক্সাম দিতে যেতে হবে । এক্সাম দেওয়ার পর আপনি এক সপ্তার মধ্যে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন । এই লার্নার লাইসেন্স এর ভ্যালিডিটি ছয় মাস থাকবে । আপনার লাইসেন্সটি পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লাই করতে হবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কিভাবে এপ্লাই করতে হয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান