পরিবহন সংক্রান্ত

বাইক ইন্সুরেন্স করার সঠিক পদক্ষেপসমূহ গুলি কি ও কেন প্রয়োজন?

11TH MAY, 2023 by J Kamilya

আপনার যদি একটি টু হুইলার যানবাহন থাকে তাহলে RTO নিয়ম অনুযায়ী বাইক ইন্সুরেন্স (Bike Insurance) থাকা বাধ্যতামূলক। আপনি যদি বাইক ইন্সুরেন্স (Bike Insurance) ছাড়া রাস্তায় বের হন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। রাস্তায় কোন দুর্ঘটনা বা বাইক চুরি হয়ে গেলে বাইক ইন্সুরেন্স আপনাকে আর্থিক সুবিধা দেয়। বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করার জন্য আপনার কিছু বিষয় জেনে রাখা দরকার। এই প্রতিবেদনে মাধ্যমে এইসব তথ্য প্রদান করা হয়েছে ।এই সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটিকে ফলো করুন। এই পোস্টের মাধ্যমে দেখে নেব কেন ভারতে বাইক ইন্সুরেন্স (Bike Insurance) এর প্রয়োজন? বাইক ইন্সুরেন্স (Bike Insurance) এর সুবিধা গুলি কি কি? ভারতের সেরা বীমা কোম্পানিগুলি কি কি? বাইক ইন্সুরেন্স অনলাইনে জন্য কি কি ডকুমেন্ট লাগবে? অনলাইন এ টু হুইলার রিনিউ (Two Wheeler Insurance Renewal Online) করার জন্য ডকুমেন্ট গুলি কি কি?

কেন ভারতে বাইক ইন্সুরেন্স প্রয়োজন?

টু হুইলার ইন্সুরেন্স পলিসি (Two Wheeler Insurance Policy) আপনাকে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। টু হুইলার ইন্সুরেন্স অনলাইন (Two Wheeler Insurance Renewal Online) এর জন্য কিছু প্রয়োজন তথ্য নিশ্চিত দেওয়া হল।

  • আর্থিক ক্ষতির বিরুদ্ধে কভারেজ।
  • কোনো কারণে রাস্তায় আপনার বাইক দুর্ঘটনা গ্রস্থ হয়ে গেলে আপনার বাইকের মেরামতের জন্য খরচ কখনো কখনো আপনার পকেটের উপর চাপ ফেলতে পারে। আপনার পক্ষে সেই খরচ বহন করা কঠিন হতে পারে। এইসব কারণে একটি বাইক ইন্সুরেন্স (Bike Insurance) থাকা খুবই গুরুত্বপূর্ণ। বাইক চুড়ি বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক এর কভারেজ বাইক ইন্সুরেন্স এর গ্রহণযোগ্য। বাইক ইন্সুরেন্স একটি আর্থিক স্তম্ভ হিসাবে কাজ করে।

    two wheeler insurance policy

  • বাইক চুরির কভারেজ।
  • বাইক চুরি হয়ে গেলে প্রথমে আপনাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হবে। আপনার বাইকটি পুনরুদ্ধার না হলে ইন্সুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ প্রদান করে। আপনার বাইকের কোন ক্ষতি বা মেরামতের খরচ ইন্সুরেন্স কোম্পানি প্রদান করে থাকে।

    two wheeler insurance policy

  • ব্যক্তিগত দুর্ঘটনা কভার।
  • কোন দুর্ঘটনায় শুধুমাত্র বাইকের ক্ষতি হয় না বাইকের সাথে সাথে বাইক চালকের প্রাণ হানির সম্ভাবনা থাকে একটি বাইক ইন্সুরেন্স (Bike Insurance) কোম্পানি ক্ষতিগ্রস্ত বাইকের সাথে বাইক মালিকের ব্যক্তিগত দুর্ঘটনার কভার প্রদান করে থাকে।

বাইক ইন্সুরেন্স এর সুবিধা গুলি কি কি?

অনেক সুবিধা রয়েছে টু হুইলার ইন্সুরেন্স পলিসিতে(Two Wheeler Insurance Policy)। বাইক ইন্সুরেন্স এর সুবিধা গুলি সমস্ত তথ্য দেওয়া হল।

  • আরটিও নিয়ম অনুযায়ী গাড়ি চালকের কাছে একটি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির জন্য একটি ইন্সুরেন্স পলিসি (Insurance Policy) থাকা বাধ্যতামূলক, থার্ড পার্টি ইন্সুরেন্স (Two Wheeler Insurance Third Party) এর শুধুমাত্র ব্যক্তির মৃত্যু এবং আঘাতের দায় কভার করা হয়।
  • সমস্ত ধরনের দুই চাকা যানবাহন বিমানীতির আওতায় রয়েছে।
  • আপনার গাড়ি চুরি হয়ে গেলে আপনি আর্থিক চাপমুক্ত থাকতে পারবেন।
  • দুর্ঘটনায় আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আপনি সেই টাকা বীমা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন।
  • কোন দুর্ঘটনায় যদি আপনার গাড়ির সাথে সাথে গাড়ির চালকেরও ক্ষতি হয় সেক্ষেত্রে বীমা কোম্পানি তার কভারেজ দিয়ে থাকে।

২০২৩ এ ভারতের সেরা টু হুইলার বীমা কোম্পানি গুলি কি কি?

২০২৩ সালে ভারতের সেরা ইন্সুরেন্স কোম্পানির (Insurance Company) নাম ও সমস্ত তথ্য দেওয়া হল।

  1. আসি আসি আই লম্বার্ড (ICICI Lombard)।
  2. আসি আসি আই লম্বার্ড ICICI Lombard Bike Insurance হল ভারতের টু হুইলার ইন্সুরেন্স (Two Wheeler Insurance) কোম্পানি গুলির মধ্যে একটি অন্যতম কোম্পানি। আসি আসি আই লম্বার্ড(ICICI Lombard General Insurance) শুধু বাইক ইন্সুরেন্স এর বীমা করে না, এর সাথে পার্সোনাল অ্যাকসিডেন্ট কভার, লাইবেলিটি কভার, এর মত গুরুত্বপূর্ণ বীমা প্রদান করে। আসি আসি লম্বার্ড এর সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

  3. বাজাজ এলায়েন্স (Bajaj Allianz)।
  4. বাজাজ এলায়েন্স টু হুইলার ইন্সুরেন্স (Two Wheeler Insurance) কোম্পানিগুলির মধ্যে একটি অন্যতম নির্ভরযোগ্য কোম্পানি। আপনি যদি বাজাজ আরিয়ান্স (Bajaj Allianz) থেকে ইন্সুরেন্স করার কথা ভাবছেন বা বাজাজ এলিয়ান্স ইন্সুরেন্স রিনিউ (Bajaj Allianz Bike Insurance Renewal)করার কথা ভাবছেন তাহলে এই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিন।

  5. নিউ ইন্ডিয়াস অ্যাসুরেন্স (New India Assurance)।
  6. টু হুইলার ইনসিওরেন্স কোম্পানিগুলির মধ্যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স (New India Assurance) একটি অন্যতম বীমা কোম্পানি। বাইক ইন্সুরেন্স করার জন্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স বীমা কোম্পানি কথা ভাবছেন বা নিউ ইন্ডিয়াস অ্যাসুরেন্স রিনিউ (New India Assurance Renewal) করার কথা ভাবছেন তাহলে সমস্ত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন।

  7. এইচডিএফসি আরগো জেনারেল ইন্সুরেন্স (Hdfc Ergo General Insurance)।
  8. আপনি কি বাইক ইন্সুরেন্স রিনিউ (Bike Insurance Renewal) করার জন্য এইচডিএফসি আরগো জেনারেল ইন্সুরেন্স কোম্পানি(Hdfc Ergo General Insurance Company) কথা ভাবছেন তাহলে সমস্ত তথ্য জেনে নিন এই লিংকে ক্লিক করে।

  9. আই এফ সি ও টোকিও জেনারেল ইন্সুরেন্স (Iffco Tokio General Insurance)।
  10. আপনি কি টু হুইলার ইন্সুরেন্স এর কথা ভাবছেন, বাইক ইন্সুরেন্স এর জন্য আই এফ সি ও টোকিও জেনারেল ইন্সুরেন্স যেখান থেকে আপনি টু হুইলারের জন্য বীমা করাতে পারেন। আই এফ সি ও টোকিও রিনিউয়াল (Iffco Tokio General Insurance) সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন।

  11. ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স (united india insurance)।
  12. টু হুইলার ইনসিউরেন্স করার জন্য ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স (united india insurance) হলো একটি অন্যতম বীমা কোম্পানি ।বাইক ইন্সুরেন্স করার জন্য ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স পলিসি রিনিউয়াল(United India Insurance Renewal) করার সমস্ত তথ্য জেনে নিন এই লিংকে ক্লিক করে।

অনলাইনে বাইক ইন্সুরেন্স রিনিউয়াল ও নতুন ইন্সুরেন্স করার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি কি?

  1. যে কোন পরিচয় পত্র( আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)।
  2. বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  3. এনসিবি এর জন্য পুরনো পলিসি নম্বর।
  4. ঠিকানার প্রমাণপত্র( ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স)।

আপনি যদি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিন। 2023 এর নিয়মে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করবেন?

আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিন। 2023 এ অনলাইনে পাসপোর্ট (passport) এপ্লিকেশন করুন।

FAQ বাইক ইন্সুরেন্স করার সঠিক পদক্ষেপসমূহ গুলি কি ও কেন প্রয়োজন?

  1. অনলাইনে বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করা কি সম্ভব ?
  2. A:হ্যাঁ অনলাইনে বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করা সম্ভব।

  3. ভারতে কত ধরনের বাইক ইন্সুরেন্স (Bike Insurance) আছে ?
  4. A:ভারতের দুই ধরনের বাইক ইন্সুরেন্স (Bike Insurance) আছে।থার্ড পার্টি ইন্সুরেন্স,ও কম ফ্রি হ্যান্ডসেটন্সুরেন্স।

  5. বাইক ইন্সুরেন্স (Bike Insurance) কেন প্রয়োজন ?
  6. A:দুর্ঘটনার সময় হওয়ার চিকিৎসা খরচ কভার করার জন্য বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করা প্রয়োজন।

  7. বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করা জরুরী কেন ?
  8. A:আপনার বাইক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে তা আর্থিক সুবিধা পেতে বাইক ইন্সুরেন্স (Bike Insurance) করা জরুরী।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান