রান্নার গ্যাস সংক্রান্ত

২০২৩-২৪ এইচপি গ্যাস এর নতুন কানেকশনের অনলাইন আবেদন।

16TH OCTOBER, 2023 by J Kamilya
hp gas new connection

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড(Hp Gas) ভারতের প্রধান গ্যাস কোম্পানি গুলির মধ্যে অন্যতম। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন ১৯৫২ সালে স্থাপিত হয়েছিল। এই কোম্পানি সূচনা পর থেকে ভারতের বাসিন্দাদের গ্যাস প্রদান করছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (Hp Gas)গ্যাস ছাড়াও আরো অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য উৎপাদন করে। এইচপি গ্যাস (Hp Gas)ভারতের গ্রাহকদের সুবিধার জন্য ভারতে বৃহত্তম ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক তৈরি করেছে, যাতে এইচপি গ্রাহকরা কোনরকম ঝামেলা ছাড়াই অতি সহজেই তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন। এইচপি গ্যাস (Hp Gas)ভারতের গৃহস্থ পরিবার ছাড়াও বিমানের জ্বালানি ও গাড়ি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এইচপি গ্যাস(Hp Gas) ভারতের গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন পরিষেবা শুরু করেছে। এইচপি গ্যাসের গ্রাহকরা অনলাইনের মাধ্যমে এইচপি গ্যাসের(Hp Gas) নতুন কানেকশনের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও সমস্ত রকম পরিষেবা এইচপি গ্যাস অনলাইন এর মাধ্যমে প্রদান করে থাকে। এইচপি গ্যাস (Hp Gas) এ গ্রাহকরা ভারতের যে প্রান্তেই থাকুক না কেন তাদের এলপিজি পরিষেবা দেবার ক্ষেত্রে এইচপি গ্যাস সব থেকে এগিয়ে রয়েছে। গ্রাহকদের নিরাপত্তা প্রদান করে এইচপি গ্যাস(Hp Gas) সিলিন্ডার গুলি গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন ভারতের অর্থনীতিকে অগ্রসর করার ক্ষেত্রে বড় ভূমিকা প্রদান করে।

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এর নতুন কানেকশনের জন্য আবেদন।

যে সমস্ত গ্রাহকরা এইচপি গ্যাস কানেকশন(Hp Gas Connection) এর জন্য আবেদন করতে চান সেই সমস্ত ব্যক্তিরা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারেন। এইচপি গ্যাস অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দ্রুতগতিতে তাদের পরিষেবা প্রদান করে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে নতুন কানেকশন নেবার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

এইচপি গ্যাসের অফলাইন আবেদন।

হিন্দুস্তান পেট্রোলিয়াম এর নতুন কানেকশন অফলাইন আবেদন করার জন্য সমস্ত পদক্ষেপ গুলি বিস্তারিত দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে আপনার বাড়ির কাছাকাছি এইচপি ডিলারদের অফিসে যেতে হবে এবং একটি আবেদন পত্র সংগ্রহ করতে হবে অথবা আপনি হিন্দুস্থান পেট্রোলিয়াম এর ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে পারেন।
  2. এরপর আবেদন পত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে এইচপি ডিলারদের অফিসে জমা দিতে হবে।
  3. এরপর আবেদন পত্র দেবার পর আপনার আবেদন নিশ্চিত করার জন্য একটি কল আপনার কাছে আসবে, এবং চার থেকে পাঁচ দিন এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে।

এইচপি গ্যাসের অনলাইন পদ্ধতি।

গ্রাহকরা অফলাইন ছাড়াও নতুন অনলাইন কানেকশন এর মাধ্যমে এইচপি গ্যাস কানেকশন বুক করতে পারেন।

  1. প্রথমে আপনাকে https://mylpg.in/। ওয়েবসাইটটিতে যেতে হবে।
  2. HP Gas New Connection Image 1
  3. এরপর একটি পেজ ওপেন হবে এই পেজটির মধ্যে এইচপি গ্যাস এ ক্লিক করতে হবে।
  4. এরপর mylpg.in একটি পেজ ওপেন হবে। যেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  5. রেজিস্ট্রেশন করার হয়ে গেলে সাইন ইন বাটনে ক্লিক করুন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  6. এরপর register for new connection নামে একটি অপশান থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. HP Gas New Connecttion Image 2
  8. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে কানেকশন টাইপের জায়গায় request for new connection সিলেক্ট করতে হবে এবং সার্চ ডিস্ট্রিবিউটার এর জায়গায় লোকেশান ওয়াইজ সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিবিউটার নেম সিলেক্ট করতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  9. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে ইওর ডিটেলস নামে একটি অপশন থাকবে, যার মধ্যে আপনার নাম এবং ডেট অফ বার্থ বসাতে হবে।
  10. HP Gas New Connecttion Image 3
  11. এরপর ক্যাশ ট্রান্সফার সিলেকশন নামে একটি অপশন থাকবে যেখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস ফিলাপ করতে হবে।
  12. HP Gas New Connecttion Image 4
  13. এরপর এলপিজি কানেকশন নামে একটি অপশন থাকবে ,যেখানে আপনি কত কেজি গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন সেটিকে সিলেক্ট করতে হবে এবং আপনার আইডি প্রুফ এর সমস্ত ডিটেলস সিলেক্ট করতে হবে।
  14. এরপর এড্রেস প্রুফের একটি কলাম থাকবে যেখানে আপনার এড্রেস এর সমস্ত ডিটেলস ফিলাপ করতে হবে।
  15. এরপর আপনার ডকুমেন্টস গুলিকে আপলোড করতে হবে।
  16. এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  17. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার রিকোয়েস্ট আইডি শো করবে। রিকোয়েস্ট আইডিটি কে নোট ডাউন করতে হবে।
  18. এরপর ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্ট নামে একটি অপশন শো করবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  19. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফিনিশ বাটন টিতে ক্লিক করতে হবে।

তাহলে এইচপি গ্যাস এর নতুন কানেকশান অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে।

এইচপি গ্যাস কানেকশন নেবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।

এইচপি গ্যাস এর নতুন কানেকশন(Hp Gas New Gas Connection) নেবার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন তার সমস্ত তথ্য দেওয়া হল।

  • প্রুফ অফ এড্রেস।(ঠিকানার প্রমাণপত্র)।
  • প্রুফ অফ আইডেন্টিটি।( পরিচয় প্রমাণপত্র)।
  • ফটোগ্রাফস।

পরিচয় প্রমাণপত্র।

এইচপি গ্যাস এর নতুন কানেকশন নেওয়ার জন্য পরিচয় প্রমাণ পত্রের যে সমস্ত নথি প্রয়োজন হয় তা দেওয়া হল।

  • পাসপোর্ট।
  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ভোটার কার্ড।

ঠিকানার নথি প্রমাণপত্র।

এইচপি গ্যাস এর নতুন কানেকশন নেবার সময় যে সমস্ত ঠিকানার নথি প্রয়োজন হয় তার সমস্ত বিবরণ দেওয়া হল।

  • ড্রাইভিং লাইসেন্স।
  • ভোটার কার্ড।
  • পাসপোর্ট।
  • রেশন কার্ড।
  • হাউস রেন্ট ডকুমেন্ট।
  • ব্যাঙ্ক স্টেটমেন্ট।

এইচপি গ্যাস এর নতুন কানেকশনের অনলাইন আবেদন।

  1. আমি কি অনলাইনে এইচপি গ্যাস কানেকশন এর জন্য আবেদন করতে পারি?
  2. A:হ্যাঁ অনলাইনের মাধ্যমে এইচপি গ্যাস কানেকশন এর জন্য আবেদন করা সম্ভব।

  3. আমি কি নিকটতম এইচপি গ্যাস ডিস্ট্রিবিউটার এর কাছে গিয়ে আবেদন করতে পারি?
  4. A:আপনি এইচপি ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে আবেদন করতে পারেন।

  5. মোবাইল অ্যাপ এর মাধ্যমে এইচপি গ্যাস বুক করা কি সম্ভব?
  6. A:আপনি অ্যাপ এর মাধ্যমে এইচপি গ্যাস এর সিলিন্ডার বুক করতে পারেন।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান