সরকারী প্রকল্প সংক্রান্ত

অন্তর্দয় অন্ন যোজনা কিভাবে অনলাইনে আবেদন করবেন 2024 ?

17TH DECEMBER, 2023 by J Kamilya
antyodaya-anna-yojana-online-apply

অন্তর্দয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana) হল ভারত সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প এই প্রকল্পের। প্রাথমিক লক্ষ্য হলো দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে শস্য প্রদান করা । এবং দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা প্রদান করা। ২০০০ সালে ভারত সরকার এই স্কিম শুরু করেছিল ।অন্তর্দয় অন্ন যোজনা স্কিমটি প্রাথমিকভাবে দেশের আর্থিকভাবে বঞ্চিত ব্যক্তিদের ভর্তুকি হারে পণ্য সরবরাহ করে। এই স্কিম প্রথমে রাজস্থানের শুরু হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হীন বিষ্ণু এই স্কিন শুরু করেছিলেন। আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে দেখে নেব কিভাবে অনলাইনে অন্তর্দয় অন্ন যোজনা আবেদন করতে হয় (Antyodaya Anna Yojana online apply) ? কারা আবেদন করতে পারবেন ? এবং কি নথি লাগবে ?

অন্তর্দয় অন্ন যোজনা সুবিধা কি কি ?

অন্তর্দয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana)ভারত সরকার দ্বারা শুরু করা একটি স্কিম। যে স্ক্রিনে লক্ষ্য হলো দরিদ্র শ্রেণীর মানুষদের ক্ষুধা নিবারণ করা। অন্তর্দয় অন্ন যোজনা ইস্কিমের অনেক সুবিধা রয়েছে এই সুবিধা গুলি বিস্তারিত দেওয়া হল।

  1. যারা শারীরিকভাবে অক্ষম ও বয়স্ক ব্যক্তিরা এই স্কিন থেকে ভর্তুকি প্রাপ্ত খাদ্য শস্য পেতে পারেন।
  2. যে সমস্ত ব্যক্তিদের কোন আই থাকে না সেই সমস্ত ব্যক্তিরা এই স্কিনের সুবিধা পাবেন।
  3. অন্তর্দয় অন্ন যোজনা প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারে মাসে 35 কেজি করে স্বল্প মূল্য খাদ্যশস্য পেতে পারেন।

    কারা অন্তর্দয় অন্ন যোজনা যোগ্য ?

    এই যোজনা সুবিধা পেতে প্রতিটি বিপিএল পরিবারকে অন্তর্দয় অন্ন যোজনা যে মাপ দন্ড আছে তা পূরণ করতে হবে। অন্তর্দয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana)যে মাপদন্ডগুলি আছে তা বিস্তারিত দেওয়া হল।

  1. শারীরিক ও মানসিকভাবে অক্ষম এমন একজন ব্যক্তি এই যোজনা আবেদন করতে পারবেন।
  2. ৬০ বছর বা তার বেশি বয়স্ক ব্যাক্তি অন্তর্দয় অন্ন যোজনা আবেদন করতে পারবেন।
  3. যে সমস্ত ব্যক্তির বছরে 15 হাজার টাকা পর্যন্ত আয় সেই সমস্ত ব্যক্তি আবেদন করতে পারবেন।
  4. অন্তর্দয় অন্ন যোজনা সুবিধা পেতে পরিবারের প্রত্যেক সদস্যকে দরিদ্র সীমার নিচে থাকতে হবে।
  5. অন্তর্দয় অন্ন যোজনা প্রকল্পটি গ্রামীন এবং পাহাড়ি উপত্যকা সম্প্রদায় কে সাহায্য করে।
  6. একজন বিধবা অন্তর্দয় অন্ন যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন।

অন্তর্দয় অন্ন যোজনা কি কি নথি লাগবে ?

অন্তর্দয় অন্ন যোজনা আবেদন(Antyodaya Anna Yojana online apply) করার জন্য যে সমস্ত নথি প্রয়োজন হয় তার সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল।

  • বিপিএল সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট।
  • একটি হলপ নামা যেখানে থাকবে আবেদনকারীর আগে কোন রেশন কার্ড ছিল না।

    অন্তর্দয় অন্ন যোজনা অনলাইনে আবেদন ?

    অন্তর্দয় অন্ন যোজনা অনলাইনে আবেদন (Antyodaya Anna Yojana online apply) করতে পারেন। অন্তদয় অন্য যোজনা প্রকল্পে আবেদন করার সমস্ত পদ্ধতি দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটি ওয়েবসাইট এ যেতে হবে ওয়েবসাইট টি হল https://nfsa.gov.in/
  2. antyodaya-anna-yojana-online-apply Image 1
  3. এরপর পেজটি ওপেন হলে ডান দিকে সাইন ইন রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর সাইন ইন উইথ লগইন আইডি নামে একটি অপশন থাকবে, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  5. antyodaya-anna-yojana-online-apply Image 2
  6. এরপর বেনিফিসারি হোম নামে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজ এর মধ্যে বামদিকে নিউ রেজিস্ট্রেশন কার্ড অ্যাপ্লিকেশন নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. নিউ রেজিস্ট্রেশন কার্ড অ্যাপ্লিকেশন নামে একটি পেজ ওপেন হবে।
  8. এরপর কার্ড টাইপ নামে একটি ফর্ম থাকবে। যেখানে ট্রেট এর জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে।
  9. এরপর আপনি যে স্কিমে রেশন কার্ড এপ্লাই করতে চাইছেন তা সিলেক্ট করতে হবে। এই বক্স এর মধ্যে অন্তর্দয় অন্ন যোজনা সিলেক্ট করতে হবে।
  10. এরপর নিচের দিকে নামলে পার্সোনাল ডিটেলস এবং জেনারেল ডিটেলস নামে দুটি ফ্রম থাকবে । এই ফর্ম দুটিকে পূরণ করতে হবে। এবং সেভ এন্ড কন্টিনিউ বাটান এ ক্লিক করতে হবে।
  11. এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট এড্রেস নামে দুটি ফ্রম থাকবে। এই ফর্ম দুটিকে পূরণ করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  12. এরপর রেশন কার্ড মেম্বার নামে একটি পেজ ওপেন হবে। যেখানে আপনার বাড়ির মেম্বার ডিটেলস যোগ করতে হবে। এবং সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  13. এরপর একটি পেজ ওপেন হবে এই পেজ এ সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  14. এরপর ফাইনাল ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে, যেখানে সেভ বাটনে ক্লিক করতে হবে।

তাহলেই অনলাইনে অন্তর্দয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana) প্রকল্পের আবেদন সম্পূর্ণ হবে।

FAQ অন্তর্দয় অন্ন যোজনা কিভাবে অনলাইনে আবেদন করবেন 2024 ?

  1. আমি কিভাবে একটি অন্তর্দয় রেশন কার্ড পেতে পারি ?
  2. A: অন্তর্দয় অন্ন যোজনা প্রকল্পে আবেদন করতে আপনি একটি রেশন কার্ড পেতে পারেন।

  3. অন্তর্দয় অন্ন যোজনা প্রয়োজনীয় নটি কি ?
  4. A: অন্তর্দয় অন্ন যোজনা প্রয়োজনীয় নথি হলো এড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ বিপিএল সার্টিফিকেট।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান