রান্নার গ্যাস সংক্রান্ত

বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস এ অনলাইন আবেদন করুন ?

7TH OCTOBER, 2023 by J Kamilya
ujjwala yojana apply

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) হল একটি সরকারি যোজনা। উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) ২০১৬ সালে শুরু করা হয়েছিল। উজ্জ্বলা যোজনার উদ্দেশ্য হল ভারতের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য এলপিজি সুবিধা দেওয়া। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এলপিজি সংযোগের খরচ সরকার বহন করবে। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন(Ujjwala Yojana online apply) করতে হয় ? উজ্জ্বলা যোজনা কি কি ডকুমেন্ট লাগবে ? উজ্জ্বলা যোজনায় কারা আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা(Ujjwala Yojana benefit) কি ?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা গুলি কি কি ?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(Ujjwala Yojana benefit) জন্য সরকার থেকে যে সমস্ত অসুবিধা গুলি দেয়া হচ্ছে তা নিচে বিস্তারিত দেওয়া হলো।

  1. কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পে মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করছে।
  2. যে সমস্ত মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন বা অন্তর্দায় প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  3. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তফসিলি জাতি চা বাগানের মহিলা আবেদন করতে পারেন।
  4. উজ্জ্বলা যোজনায় ৮ কোটি মহিলাদের বিনামূল্যে গ্যাস দেওয়ার লক্ষ্য রেখেছে কেন্দ্রীয় সরকার।
  5. পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড ও ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে এই স্কিনের সুবিধা পাবেন।

কারা উজ্জ্বলা যোজনার আবেদন করতে পারবেন?

PMUY আবেদন করতে হলে যে সমস্ত মাপ দন্ড আছে তা সমস্ত বিস্তারিত দেওয়া হল।

  1. আপনাকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আপনাকে অতি অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
  3. এলপিজি সংযোগ নেই এইরকম bpl পরিবারের মহিলা হতে হবে।
  4. তপশিলি উপজাতি বা চা বাগানের মহিলারা এই প্রকল্পে লাভ পাবেন।

PMUY আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

PMUY আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে তার সমস্ত বিবরণ দেওয়া হলো।PMUY আবেদন করতে হলে যে সমস্ত মাপ দন্ড আছে তা সমস্ত বিস্তারিত দেওয়া হল।

  • BPL সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজ ফটো।
  • এড্রেস প্রুফ।
  • বিপিএল রেশন কার্ড।
  • আধার কার্ড।
  • ব্যাংক পাসবুক।

কিভাবে উজ্জ্বলা যোজনা আবেদন করবেন ?

উজ্জ্বলা যোজনায় আবেদন (Ujjwala Yojana apply) করার সমস্ত তথ্য বিস্তারিত দেওয়া হল।

উজ্জ্বলা যোজনা অফলাইন এপ্লাই।

আপনার একটি নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একটি আবেদন পত্র সংগ্রহ করতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিতে হবে।

অনলাইন এপ্লাই।

  1. প্রথমে আপনাকে https://www.pmuy.gov.in/ এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
  2. ওয়েবসাইটটি ওপেন হবার পর apply for new ujjala 2.0 কানেকশন এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. ujjwala yojana Image 1
  4. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ক্লিক হেড টু apply new ujjala 2.0 কানেকশন অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. ujjwala yojana Image 2
  6. এরপর অনলাইন এপ্লিকেশন এর একটি পেজ ওপেন হবে যেখানে যে কোম্পানির গ্যাস নিতে চান সেই কোম্পানির গ্যাস এ ক্লিক করতে হবে।
  7. ujjwala yojana Image 3
  8. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে উজ্জ্বলা বেনে ফিসারি কানেকশন নামে একটি পেজ ওপেন হবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  9. ujjwala yojana Image 4
  10. এরপর আই একসেপ্ট ডিক্লারেশন অপশনটিতে সিলেক্ট করতে হবে।
  11. এরপর ডিস্ট্রিবিউটার নেম সিলেট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  12. এরপর কেওয়াইসির একটি পেজ ওপেন হবে কেওয়াইসি অপশনে সিলেক্ট করতে হবে।
  13. এরপর আধার কার্ডের একটি অপশন থাকবে এবং আধার কার্ড নম্বর বসাতে হবে। এবং জেনারেট ওটিপি তে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং ক্যাপচার কোড বসানোর পর গেট ডাটা ফ্রম এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  14. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস চলে আসবে।
  15. এরপর রেশন কার্ডের ইসু ডেট এবং রেশন কার্ডের নাম্বার বসাতে হবে।
  16. এরপর আধারের একটি কলাম থাকবে যেখানে আপনার আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বরের বসাতে হবে।
  17. এরপর ব্যাংক ডিটেইলস এর একটি কলাম থাকবে যেখানে আপনার ব্যাংক এর ডিটেলস বসাতে হবে।
  18. এরপর অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড সিলেক্ট করতে হবে এবং আধার কার্ডের নম্বর বসাতে হবে।
  19. এরপর details of family member নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার স্বামীর ডিটেলস বসাতে হবে।
  20. এরপর I accept above dickalation নামে একটি অপশন থাকবে যেখানে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  21. সাবমিট হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্ট আপনাকে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।

FAQ বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস এ অনলাইন আবেদন করুন।

  1. উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার কি বিনামূল্যে পাওয়া সম্ভব ?
  2. A:এই প্রকল্পে বিনামূল্যে মহিলাদের গ্যাস প্রদান করা হয়।

  3. উজ্জ্বলা যোজনা কবে শুরু হয়েছিল ?
  4. A:প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)শ্রী নরেন্দ্র মোদী পয়লা মে ২০১৬ সালে চালু করেছিলেন।

  5. উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0) এবং নিয়মিত LPG এর মধ্যে পার্থক্য কি ?
  6. A:উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0) বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করা হয় মহিলাদেরকে।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান