সরকারি প্রকল্প সংক্রান্ত

2023 আয়ুষ্মান ভারত কার্ড (ABHA) অনলাইনে আবেদন করুন।

20TH APRIL, 2023 by J Kamilya
ayushman card photo

কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে হলো আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)এবং আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট(Ayushman Bharat Health Account)। আমরা অনেকেই এই ২ কার্ডকে একটি বলে মনে করি, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড(Ayushman Bharat Card) এবং আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমবঙ্গে এর রাজ্য সরকার আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট (Ayushman Bharat Health Account) টি কে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)টি তে আবেদন করতে পারবেন না। আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট(Ayushman Bharat Health Account) কিভাবে খুব সহজে বানানো যায়, এবং আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (Ayushman Bharat Health Account) কিভাবে লগইন করতে পারেন, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (Ayushman Bharat Health Account) কিভাবে ডাউনলোড করতে পারবেন, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (Ayushman Bharat Health Account) কি কি সুবিধা আছে এবং কারা পাবেন সব কিছু বিস্তারিত ভাবে দেওয়া হল।

আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট যোজনা কি ? What Is Ayushman Bharat Health Account Yojana?

আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যোজনা (Ayushman Bharat Health Account yojana) হল ভারত বর্ষের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে চিকিৎসা ব্যবস্থায় ঝাড় দেয় আয়ুষ্মান ভারত হেলথ স্কিম। এই আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Health Account) প্রায় ১০ কোটি পরিবার ও ৫০ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত যোজনায় ৫ লক্ষ টাকা সুবিধা পাবেন। প্রতিটি পরিবার সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানুষদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছেন যার নাম স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাইলে এই লিংকে ক্লিক করুন।

আয়ুষ্মান ভারত কার্ড এর উপকারিতা কি ? Ayushman Bharat Health Account Benefits?

  • এই কার্ডটি হাসপাতালে সমস্ত খরচ বহন করে।
  • হাসপাতালে পূর্ববর্তী বা পরবর্তী সমস্ত খরচ এই কার্ডের মাধ্যমে হয়।
  • পরিবারের সকল সদস্য ব্যবহার করতে পারবেন।
  • পরিবারের বয়স বা লিঙ্গ কোন ভেদ নেই।
  • পরিবারের সকল সদস্য পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
  • একটি পরিবারে 6 জন এই সুবিধা পাবেন।

কি কি ডকুমেন্ট লাগবে আয়ুষ্মান ভারত কার্ড রেজিস্ট্রেশনের জন্য? Document Required for Ayushman Bharat Card Registration ?

আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health)এর অনলাইনে রেজিস্ট্রেশন এর জন্য কোন ফিজিকাল ডকুমেন্ট এর প্রয়োজন হয় না,শুধু প্রয়োজন হয় আপনার ডকুমেন্টের ইনফরমেশন।

ডকুমেন্টগুলি হল।

  • মোবাইল নাম্বার।
  • আধার নাম্বার।
  • প্যান নাম্বার।
  • ড্রাইভিং লাইসেন্স নাম্বার।

আপনি যদি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন । 2023 এর নিয়মে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করবেন?

আয়ুষ্মান কার্ড অনলাইন অ্যাপ্লাই। Ayushman Card Online Apply.

আয়ুষ্মানেন্ট হেলথ কার্ড(Ayushman Bharat Health) রেজিস্ট্রেশনের জন্য দু'রকম পদ্ধতি আছে আধার কার্ডের মাধ্যমে এবং ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে ।

আধার কার্ডের মাধ্যমে অনলাইনে আসমান ভারত হেলথ কার্ড এপ্লাই করুন। Ayushman Bharat Health Card Online apply for Aadhaar Card.

  1. প্রথমে আপনাকে আসমান ভারত হেলথ অ্যাকাউন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইট টি হল https://healthid.ndhm.gov.in ।
  2. ayushman bharat Image 1
  3. তারপর ক্রিয়েট আধার নম্বর নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. Ayushman Card apply step 2
  5. এরপর ক্রিয়েট ABHA নাম্বার নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে ইউজিং আধার অপশনটিতে সিলেক্ট করতে হবে, এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  6. Ayushman Card apply step 3
  7. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আধার নম্বরের জায়গায় আধার নম্বর বসাতে হবে এবং আই এগ্রি অপশনটিতে সিলেট করতে হবে।এবং ক্যাপচার কোড বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  8. Ayushman Card apply step 4
  9. এরপর আধার কার্ড এর যে মোবাইল নম্বর আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসানোর পর সাবমিট করতে হবে।
  10. Ayushman Card apply step 5
  11. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ফাস্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার স্টেট, এবং ডিস্ট্রিক এই সমস্ত ডিটেলস দিতে হবে।
  12. এরপর ফরম ফিলাপ সম্পূর্ণ হলে আপনার আয়ুষ্মান ভারত হেলথ কার্ড রেডি হয়ে যাবে। এই ABNA কার্ডটি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

কিভাবে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড লগইন করবেন? How to Login Ayushman Bharat Health Account Card?

যখন আপনার ABNA হেল্প কার্ড নাম্বার ক্রিয়েট হয়ে যাবে আপনি লগইন করতে পারবেন। লগইন করার সমস্ত তথ্য দেওয়া হল।

  1. প্রথমে ABHA স্বাস্থ্য আইডি কার্ড অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://healthid.ndhm.gov.in ।
  2. ayushman bharat Image 1
  3. এরপর লগইন বাটনে ক্লিক করতে হবে।
  4. ayushman bharat Image 6
  5. এরপর লগইন ইউর ABHA নাম্বার নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ABHA নাম্বার এবং এয়ার অফ বার্থ বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  6. ayushman bharat Image 7
  7. এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  8. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার আয়ুষ্মান হেলথ কার্ড এর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে তাহলে আপনার লগইন সম্পূর্ণ হবে।

ABHA কার্ড অনলাইন ডাউনলোড। ABHA Card Download.

ABHA ডিজিটাল হেলথ কার্ড রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ডাউনলোড করতে পারবেন অনলাইনে ABHA হেলথ কার্ড ডাউনলোড করার জন্য সম্পূর্ণ তথ্য দেওয়া হল।

  1. প্রথম ABHA অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হলো https://healthid.ndhm.gov.in ।
  2. লগইন করার পর ডাউনলোড করতে হবে।

FAQ 2023 এ আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন।

  1. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড(Ayushman Bharat Health Card) কারা পাবেন?
  2. A: আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card)পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরের সমস্ত রাজ্য এর সুবিধা পাবেন ।

  3. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) এর জন্য কি যোগ্যতার প্রয়োজন?
  4. A: আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) এর জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয় না।শুধু আধার কার্ড থাকলেই হবে।

  5. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) পশ্চিমবঙ্গে কি বৈধ?
  6. A: আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) পশ্চিমবঙ্গে বৈধ।

  7. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) কি ফ্রি?
  8. A: আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card) সম্পূর্ণ ফ্রি ।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান