ব্যাংকিং সংক্রান্ত

কিভাবে অনলাইনে ESIC পোর্টালে রেজিস্ট্রেশন করবেন ?

03RD DECEMBER, 2023 by J Kamilya
ESIC Login

ইএসআইসি হলো ভারত সরকার দ্বারা প্রদত্ত একটি স্বাস্থ্য বিষয়ক স্কিম। ভারতের কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য ভারত সরকার সময়ে সময়ে বিভিন্ন স্কিম নিয়ে আসে। স্বাস্থ্য সম্পর্কিত পরিস্থিতির জন্য আর্থিক সুবিধা প্রধান কড়াই হল এই স্কিমের লক্ষ্য। ESIC কিমের আওতায় যে সমস্ত ব্যক্তি রয়েছেন তারা ESIC হসপিটাল থেকে চিকিৎসা করাতে পারেন কোনরকম টাকা ছাড়াই। আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে দেখে নেব কিভাবে ESIC রেজিস্ট্রেশন করতে হয়। ESIC রেজিস্ট্রেশন করার সমস্ত পদক্ষেপগুলি বিস্তারিত দেওয়া হল।

কারা ESIC রেজিস্ট্রেশনের যোগ্য ?

যে কোন প্রতিষ্ঠানে ১০ জন বা কুড়িজনের বেশি কর্মী রয়েছে, যাদের বেতন ২১ হাজার প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫ হাজার টাকা তারা রেজিস্ট্রেশন করতে পারেন। এই স্কিনে সংস্থাগুলিকে কর্মীদেরকে মাসিক মজুরির 3.25 শতাংশ পরিমাণ আবদান দিতে হয়। কর্মচারীকে তার আবদান প্রদানের ক্ষেত্রে একমাস অব্যাহতি হল যার দৈনন্দিন মজুরির ১৭৬ টাকা।

ESIC ইমপ্লয়ার রেজিস্ট্রেশন অনলাইন প্রক্রিয়া।

আগে ম্যানুয়াল রেজিস্ট্রেশন ছিল এখন রেজিস্ট্রেশন সম্পূর্ণ অনলাইন অনলাইনে ইএসআইসি রেজিস্ট্রেশন করার সমস্ত পদ্ধতি নিচে দেওয়া হল।

ধাপ-১ ESIC পোটাল এ লগইন।

  1. ESIC অফিসিয়াল ওয়েবসাইট টি তে যেতে হবে। ওয়েবসাইট টি হল https://www.esic.gov.in/
  2. esic login Image 1
  3. এরপর এই পেজ এর মধ্যে এমপ্লয়ী লগইন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. esic login Image 2
  5. এরপর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
  6. এরপর একটি ফর্ম ওপেন হবে যেখানে কোম্পানির নাম প্রধান নিয়োগকর্তার নাম ইমেল আইডি এবং ফোন নাম্বার প্রদান করতে হবে এবং ফর্মটি জমা দিতে হবে।
  7. ধাপ 2 মেল কনফার্মেশন।

  8. করার পর টোটাল এ সাইন আপ করার সময় যে মেইল আইডি দিয়েছিলেন সেই মেইল আইডিতে একটি কনফার্মেশন মেল আসবে।
  9. এই মেল আইডির মধ্যে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে।
  10. ধাপ ৩ এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম ওয়ান।

  11. এরপর হোম স্ক্রিনে নিয়োগ কর্মীর অপশনটিতে ক্লিক করুন এবং মেইল আইডি ও মেল আইডিতে আসা ইউজার নেম ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন।
  12. এরপর নিউ এমপ্লয়ী রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন।
  13. এএরপর নিউ এমপ্লয়ী রেজিস্ট্রেশনের মধ্যে ইউনিট টাইপ নামে একটি অপশন থাকবে। যেখানে আপনাকে ইউনিট সিলেক্ট করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  14. এরপর এম্প্লয়েড রেজিস্ট্রেশন ফ্রম ওয়ান ওপেন হবে। এই ফর্মে টিকে ফিলাপ করতে হবে।
  15. এরপর সমস্ত ফর্ম ফিলাপ হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  16. ধাপ 4 পেমেন্ট ফর রেজিস্ট্রেশন।

  17. ESIC রেজিস্ট্রেশন ফ্রম সাবমিট করার পর পেমেন্ট অফ অ্যাডভান্স কনট্রিবিউশন নামে একটি অপশন থাকবে এর মধ্যে পেয়ে কন্ট্রিবিউশন লিংক অপশনটিতে ক্লিক করতে হবে।
  18. এরপর কনটিউশন অ্যামাউন্ট শো করবে online option এ ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  19. কিনে চালান নম্বর শো করবে চালান নম্বরটি কে নোট করে রাখতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  20. এরপর পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করতে হবে।
  21. ধাপ ৫ রেজিস্ট্রেশন লেটার।

  22. পেমেন্ট সম্পূর্ণ হলে সিস্টেম জেনারেটর রেজিস্ট্রেশন লেটার মেলে চলে যাবে।

ESIC রেজিস্ট্রেশন করার জন্য কি কি নথির প্রয়োজন।

ই এস আই সি রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন নথি প্রয়োজন হয় যে সমস্ত নথি প্রয়োজন হয় তার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  • প্রতিষ্ঠান এবং এর কর্মীদের প্যান কার্ড কপি।
  • ব্যাংক স্টেটমেন্ট কপি।
  • ঠিকানার প্রমাণপত্র।
  • সম্পত্তির ঘরের রশিদ।
  • একটি কোম্পানির জন্য নিবন্ধের সংখ্যা পত্র।
  • উৎপাদন শুরু করার শংসাপত্র।
  • SC/ST/GST রেজিস্ট্রেশন নম্বর।
  • কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডারের তালিকা।
  • কর্মীদের উপস্থিত বিবরণ সহ নিবন্ধ।

ESIC রেজিস্ট্রেশনের সুবিধা।

এই ইএসআইসি রেজিস্ট্রেশন করার অনেক রকম সুবিধা আছে(ESIC Benefits) ই এস আই সি রেজিস্ট্রেশন করার সুবিধাগুলির সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  • একজন ব্যক্তি তার কর্মসংস্থানের প্রথম দিন থেকে তার পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয় ইএসআই থেকে করা সম্ভব।
  • প্রত্যয়িত অসুস্থতার সময় সর্বাধিক একানব্বই দিনের জন্য সুবিধাভোগী মজুরির ৭০% নগদ ক্ষতিপূরণ হিসাবে পেতে পারেন।
  • এই স্কিমের অধীনে একজন কর্মচারীর ২৬ সপ্তাহের জন্য প্রস্তুতির সুবিধা অধীনে সম্পূর্ণ মজুরি পেতে পারেন যা চিকিৎসা পরামর্শের ভিত্তিতে আরো একমাস বাড়ানো যায়।
  • অস্থায়ী অক্ষমতার সময় অক্ষমতা অব্যাহত না হওয়া পর্যন্ত একজন শ্রমিক মজুরি ৯০% পাওয়া সম্ভব ।

FAQ ESIC রেজিস্ট্রেশন অনলাইন।

  1. কিভাবে আমার ESIC ডাউনলোড করা সম্ভব?
  2. A:ESIC কার্ড ডাউনলোড করতে প্রথমে ESIC ওয়েবসাইটে যান এবং e-pehchan কার্ড এ ক্লিক করুন।

  3. কিভাবে ESIC নম্বর পেতে পারি?
  4. A:একজন নিয়োগকর্তাকর্মীদের বিবরণ জমা দিলে এসআইসি জন্য একটি স্মার্ট কার্ড ইস্যু করা হয়। সেই স্মার্ট কার্ড টি হল আপনার পরিচয় পত্র ,যে এই স্মার্ট কার্ড টি নিয়ে আপনি ইএসআইয়ের যে কোন হসপিটাল এ গিয়ে চিকিৎসা করাতে পারেন।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান