পরিবহন সংক্রান্ত

2023 এর নতুন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নাবলী

16th Jan, 2022 by J Kamilya

ড্রাইভিং লাইসেন্স টেস্ট (Driving License Test) এর জন্য একজন চালককে একটি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স পান। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল।

  1. ট্রান্সপোর্ট বা বাণিজ্যিক গাড়িকে কিভাবে চিনবেন ?
    উ: গাড়ির নম্বর প্লেট দেখে।

  2. সামনের গাড়ি অতিক্রম করতে পারেন কোন দিকে ?
    উ: ওই গাড়ির ডান দিকে।

  3. উল্টো দিক থেকে এগিয়ে আসা গাড়িকে যেতে দিতে হবে কোন দিকে ?
    উ: আপনার ডান দিক দিয়ে।

  4. যখন একটি গাড়ি প্রহরীর ইন রেলওয় লেভেল ক্রসিং এর দিকে এগোচ্ছে তখন ক্রসিং পার হবার আগে গাড়ি চালকের কি করা উচিত ?
    উ: গাড়িটিকে রাস্তার বাঁদিকে দাঁড় করাবেন তারপর গাড়ি থেকে নেমে রেললাইনের কাছে যাবেন এবং নিশ্চিত হবেন রেললাইনের কোন দিক থেকে কোন ট্রেন আসছে না।

  5. একটি গাড়ির চালক সামনের গাড়িটি কে অতিক্রম করতে পারবেন কখন ?
    উ: যখন সামনের গাড়িচালক পিছনের গাড়িটি কে অতিক্রম করার সংকেত দেখাচ্ছেন।

  6. পিছন থেকে গাড়ি চালিয়ে অতিক্রম করা কি সব ক্ষেত্রে নিষিদ্ধ ?
    উ: যখন অতিক্রম করা অন্য যানবাহনের পক্ষে বিপদজনক।
  7. চলন্ত গাড়িতে ওঠা এবং নামা ?
    উ: সকল প্রকার গাড়িতে নিষেধ।

  8. যখন গাড়িতে জ্বালানির ভরা রয়েছে তখন কি করবেন না ?
    উ: ধূমপান করবেন না।

  9. পথচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থান অপেক্ষা করছেন তখন আপনি কি করবেন ?
    উ: গাড়ি থামাবেন পথচারীরা রাস্তা পার হয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপর এগিয়ে যান।

  10. যখন একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোন একটি মানুষ আহত হয়েছেন তখন আপনি কি করবেন ?
    উ: আহত মানুষটি চিকিৎসার জন্য সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 24 ঘন্টার মধ্যে সবচেয়ে কাছের থানায় যান।

  11. কোন গাড়ির ক্ষেত্রে রাস্তা করে দিতে হবে ?
    উ: আপৎকালীন সংকেত যুক্ত গাড়ি।

  12. ট্রাফিক লাইটের লাল লাইট আলো মানে কি ?
    উ: গাড়ি চালানো বন্ধ করতে হবে।

  13. রাস্তার বাকের মুখে এমন সময় পিছন দিক দিয়ে অতিক্রম করা কি ঠিক ?
    উ: অনুমোদনযোগ্য নয়।

  14. মদ্যপান করে গাড়ি চালানো ?
    উ: মস্ত গাড়িতে নিষেধ।

  15. মোবাইল ফোন ব্যবহার করা যাবে না কোন সময় ?
    উ: গাড়ি চালানোর সময়।

  16. গাড়ির চালক হাতের তালু নিচের দিকে ডান হাত বাড়িয়ে তা বেশ কয়েকবার উঠাচ্ছেন এবং নামাচ্ছেন তাহলে আপনি বুঝবেন ?
    উ: তিনি গাড়ির গতি কমাচ্ছেন।

  17. ইউটার্ন নেওয়ার সময় সংকেত কি হবে ?
    উ: ডান দিকে ঘোরানো সংকেত।

  18. গিয়ার ছাড়া মোটরসাইকেল চালানোর লাইসেন্স এর জন্য সর্বনিম্ন বয়স কত ?
    উ: 16 বছর ।

  19. মালবাহী গাড়ির কেবিনে যত সংখ্যক ব্যক্তি কে বহন করা যেতে পারে ?
    উ: রেজিষ্ট্রেশন করতে যত সংখ্যক ব্যক্তির সংখ্যা নথিভুক্ত করা আছে।

  20. হ্যান্ড ব্রেক কখন করবেন ?
    উ: গাড়িকে পার্ক করার সময়।

  21. যখন আপনার গাড়িকে অন্য গাড়ি ওভারটেক করছে তখন আপনি কি করবেন ?
    উ: অন্য গাড়িকে ওভারটেক করার সময় বাধা দেবেন না।

  22. কোন পশুর দার দায়িত্বে থাকা ব্যক্তি যদি এই আশংকা হয় সেই পশু নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সে ক্ষেত্রে তিনি গাড়ি থামানো অনুরোধ করলে কি করবেন ?
    উ: চালক গাড়িটি থামাবেন।

  23. যখন একটি স্কুল বাস ছাত্র ওঠানো-নামানোর জন্য থেমে আছে তখন আপনি কি করবেন ?
    উ: ধীরগতিতে সাবধানতার সঙ্গে এগিয়ে যান।

  24. সামনের গাড়িটি কে অতিক্রম করছে তখন আপনার কি করা উচিত ?
    উ: অন্য গাড়িকে অতিক্রম করা উচিত না।

  25. পিছন থেকে সামনের গাড়িটি কে অতিক্রম করা নিষেধকোন সময় ?
    উ: যখন সামনের রাস্তা স্পষ্ট রূপে দৃশ্যমান নয়।

  26. আপনি একটি সংকীর্ণ সেতুর দিকে গাড়ি নিয়ে এগোচ্ছেন অন্য একটি গাড়ি উল্টোদিকের সেতু তে ঢোকার মুখে তখন আপনি কি করবেন ?
    উ: অন্য গাড়িটি সেতু পার হয়ে আসা অব্দি অপেক্ষা করুন এবং তারপর এগিয়ে যান।

  27. লার্নার লাইসেন্স এর বৈধতা কত মাস থাকে ?
    উ: 6 মাস।

  28. ফুটপাত না থাকা রাস্তায় পথচারীরা কোনদিকে হাঁটবেন ?
    উ: রাস্তার ডান দিকে হাঁটবেন।

  29. হাসপাতালে প্রবেশ মুখে গাড়ি পার্কিং করা ?
    উ: অনুচিত।

  30. হর্ন বাজানো নিষেধ কোন কোন জায়গায় ?
    উ: হাসপাতাল আদালতের কাছে।

  31. প্রত্যেক গাড়িকে প্রত্যেক ছয় মাস অন্তর ধোয়া পরীক্ষার প্রশংসা পত্র করে নিতে হয় কতদিন পর থেকে ?
    উ: রেজিস্ট্রেশনের এক বছর পর থেকে।

  32. যখন গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে তখন উল্টো দিক থেকে একটি গাড়ি এগিয়ে এলে আপনি কি করবেন ?
    উ: গাড়িটি অতিক্রম করে যাওয়া ওবদি অল্প আলোতে হেডলাইট জ্বালিয়ে রাখবেন।

  33. সামনের গাড়িকে ওভারটেক করার সময় এটা নিশ্চিত হতে হবে ?
    উ: সামনের রাস্তায় স্পষ্টভাবে দৃশ্যমান এবং সামনের গাড়ি অতিক্রম করা নিরাপদ হবে।

  34. কোন হসপিটাল এর কাছে সামনের গাড়ি কে অতিক্রম করতে চাচ্ছেন তখন আপনি কি করবেন ?
    উ: হন বাজাবেন না।

  35. হর্ন বন্ধকৃত গাড়ি প্রকাশ্য স্থানে অবহিত হওয়া ?
    উ: বেআইনি।

  36. বাণিজ্যিক পরিবহন গাড়ি চালানোর জন্য লাইসেন্স সর্বনিম্ন বয়স কত ?
    উ: কুড়ি বছর।

  37. গাড়ি পার্ক করে রাখার ক্ষেত্রে নিষিদ্ধ কোন জায়গা ?
    উ: ট্রাফিক বাতিক আছে ।

  38. সামনের গাড়ি অতিক্রম করার ক্ষেত্রে নিষিদ্ধ কোন জায়গা ?
    উ: সংকীর্ণ সেতু।

  39. অতিরিক্ত বেগে গাড়ি চালানো ?
    উ: অপরাধ গাড়ি চালান চালানোর অনুমতি সামরিক বাতিল হতে পারে।

  40. জনো পরিষেবার গাড়ি চালানোর সময় ধূমপান করলে কি হতে পারে ?
    উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।

  41. পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত ভার চাপিয়ে চালালে কি হতে পারে ?
    উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।

  42. আপনি যখন কোন এমন রাস্তার মোড়ে এলেন যেখানে ট্রাফিক সিগন্যাল বা পুলিশ নেই তখন আপনি কি করবেন ?
    উ: ওই মোড়ের দিকে আসছে এই সকল যান বাহন কে আপনার ডান দিকে রাস্তা করে দিন এবং প্রয়োজনীয় সংকেত দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান।

  43. যেই রাস্তায় একটানা হলুদ দাগ চিহ্নিত করা আছে সেখানে আপনি কি করবেন ?
    উ: হলুদ রেখা অতিক্রম করা চলবে না।

  44. কোন পুলিশ আধিকারিক গাড়িটিকে আটক করতে পারেন কি কারনে ?
    উ: যদি গাড়িতে কোন অনুমতি পত্র না থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স না থাকে।

  45. যখন হাতে সাদা লাঠি নিয়ে এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছেন তখন কি করবেন ?
    উ: গাড়ির চালক ওই সাদা লাঠিকে গাড়ি থামানোর জন্য সংকেত হিসেবে বিবেচনা করবেন।

  46. যখন দুর্ঘটনার ফলে দ্বিতীয় পক্ষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি কি করবেন ?
    উ: চালক সবচেয়ে কাছের পুলিশ থানায় 24 ঘন্টার মধ্যে জানাবেন।

  47. যখন অন্য গাড়ি আমাদের গাড়ি কে অতিক্রম করছে তখন কি করবেন ?
    উ: নিজের গাড়ির গতি বেগ বাড়ানো চলবে না।

  48. প্রস্থান বাজার কোন প্রতিবাদ আন্দোলন প্রতীক যে কোন রাস্তায় ফেলে রেখে ওই স্থানে অন্য অসুবিধা সৃষ্টি করলে কি হবে ?
    উ: গাড়ি চালানোর অনুমতি পত্র বাতিল হবে।

  49. গাড়ি চালানোর ক্ষেত্রে হয় গাড়ি চালানোর মানে কি ?
    উ: একটি গাড়ির পিছনের দিকে অত্যন্ত কাছ থেকে বিপজ্জনকভাবে গাড়ি চালানো।

  50. মদ খেয়ে গাড়ি চালানোর সময় চালক ধরা পড়লে কি শাস্তি হতে পারে ?
    উ: জেলার সময়সীমা 6 মাস হতে পারে অথবা দুই হাজার টাকা জরিমানা হতে পারে।

  51. সমস্ত গাড়ি কার আওতায় আশায় অবশ্যই দরকার ?
    উ: তৃতীয় পক্ষ বীমা।

  52. যখন একটি অ্যাম্বুলেন্স আসছে তখন আপনি কি করবেন ?
    উ: চালককে নিজের গাড়ির দিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিতে হবে।

  53. গাড়ির চালক সাধারণভাবে গাড়ি চালাবেন কোন দিকে ?
    উ: রাস্তার মাঝ বরাবর।

  54. জেব্রারক্রসিং চিত্রে কাজ হল ?
    উ: পথচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট জায়গা।

  55. পিছনের দৃশ্যের জন্য আয়না ব্যবহার হয় কি কারনে ?
    উ: পিছন থেকে এগিয়ে আসা গাড়ির উপর লক্ষ্য রাখার জন্য।

  56. ধোঁয়া পরীক্ষা ছাড়পত্র বৈধতা কত মাস ?
    উ: মাস ।

  57. বাঁ দিকে ঘোরানো সময় দু চাকা গাড়ির চালক কি করবেন ?
    উ: বাঁ দিকের ঘোরানোর সংকেত তার ডান হাতের দিয়ে দেখাবে ।

  58. কোন জায়গায় গাড়ি রাখা নিষিদ্ধ ?
    উ: ফুটপাতের ওপর।

  59. যখন আপনি স্কুলের চিহ্ন দেখবেন তখন আপনি কি করবেন ?
    উ: গাড়ি আস্তে চালান এবং সাবধানে এগিয়ে যান ।

  60. দু চাকার গাড়িতে দুজনের বেশি ব্যক্তি বহন করা ?
    উ: আইন সম্মত নয়।

  61. যখন একটি মোটর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় তখন আপনার কি করা উচিত ?
    উ: সবচেয়ে কাছের পুলিশ থানায় 24 ঘণ্টার মধ্যে জানাতে হবে।

  62. প্রকাশ্য স্থানে গাড়ি ফেলে রেখে অন্য গাড়ি অথবা যাত্রীদের অসুবিধা করলে কি হতে পারে ?
    উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল বাতিল হতে পারে।

  63. যাত্রাপথ ছোটএই অজুহাতে ট্যাক্সিচালক যাত্রী প্রত্যাখ্যান করলে কি হতে পারে ?
    উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।

  64. ডাক্তারের চালক কাদের বহন করবেন না ?
    উ: চালক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বহন করবেন না।

  65. কোন রাস্তায় উল্টো গিয়ার গাড়ি চালানো নিষেধ ?
    উ: একমুখী রাস্তায়।

  66. সমস্ত গাড়ি কার আওতায় আশায় অবশ্যই দরকার ?
    উ: তৃতীয় পক্ষ বীমা।

  67. পিছন থেকে চালিয়ে সামনের গাড়ি কে অতিক্রম করা উচিত নয় কোন সময় ?
    উ: যখন খারাপ পাহাড়ি পথে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

  68. থামার রেখা বলতে কী বোঝো ?
    উ: রাস্তা সংযোগ অথবা পথচারীদের পারাপারের জায়গার কাছে সাদা বা হলুদ রঙের 5 সেমি চওড়া রেখা।

  69. যে গাড়ির টানছে এবং যে গাড়ি কে চালাচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কত ?
    উ: 5 মিটার।

  70. ট্রাফিক লাইট এ লাল লাইট জলে মানে কি ?
    উ: গাড়ি থামানো এবং নিরাপদ মনে হলে গাড়ি নিয়ে এগিয়ে চলুন।

  71. 1988 সালের 1120 নম্বর ধারা অনুযায়ী মোটরগাড়ির কি করা চলবে না ?
    উ: গাড়ির গতি সীমা ছাড়িয়ে চালানো চলবে না ।

  72. শাখা রাস্তা থেকে প্রধান রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করার সময় চালক কোন গাড়িকে অগ্রাধিকার দেবেন ?
    উ: প্রধান রাস্তায় থাকা গাড়িকে অগ্রাধিকার দেবেন।

  73. কোন প্রকারের হন অনুমোদিত ?
    উ: বৈদ্যুতিক।

  74. রাস্তার মোড়ে হলুদ বাতি জ্বলে থাকলে ওই দিকে এগিয়ে আসা গাড়ি কি করবেন ?
    উ: গাড়ি চালানো বন্ধ করার জন্য গাড়ির গতি কমাবেন।

  75. যদি রাস্তাটি সাদা রঙের রেখা দ্বারা চিহ্নিত থাকে তখন কি করবেন ?
    উ: প্রয়োজন বোধ করলে পথ পরিবর্তন করবেন।

  76. রক্ষণাত্মক গাড়ি চালানো কি ?
    উ: রাস্তার সংকেত লুঙ্গি তো হবে কই আশঙ্কা যখন গাড়ির চালক এবং অন্যরা রাস্তার অন্য ব্যবহারকারীরা করছেন তখন সতর্ক তা ছাড়া গাড়ি চালানো।

  77. যেকোনো গাড়ির পক্ষে বিপদজনক কি ?
    উ: আঁকাবাঁকা ভাবে গাড়ি চালানো।

  78. আপনার মোটরসাইকেলের লার্নার লাইসেন্স আছে ?
    উ: আপনি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নির্দেশ পাওয়ার জন্য গাড়ি চালানোর বৈধ লাইসেন্স প্রাপ্ত কোন প্রশিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে বহন করতে পারবেন না।

  79. সামনের গাড়িচালক পিছনের গাড়িকে অতিক্রম করার কোন সংকেত না দিলে কি করবেন ?
    উ: আমরা সামনের গাড়ি কে অতিক্রম করবো না ।

  80. যখন কোন গাড়ি রাতে রাস্তার ধারে রাখা রয়েছে তখন কি করবেন ?
    উ: গাড়ি দাঁড়িয়ে থাকা কালিন আলো (পার্কিং লাইট )জ্বালিয়ে রাখতে হবে।

  81. প্রাইভেট গাড়ির নথি সমূহ কি কি ?
    উ: নিবন্ধ শংসাপত্র বীমা শংসাপত্র গাড়ি চালানোর অনুমতি পত্র ধোঁয়া পরীক্ষার ছাড়পত্র।

  82. পশ্চিমবঙ্গগের গাড়ির ক্ষেত্রে এককালীন কর হলো ?
    উ: পাঁচ বছর ।

  83. যখন পিচ্ছিল রাস্তা সংকেত রাস্তায় দেখা যাবে তখন চালক কি করবেন ?
    উ: গাড়ির গিয়ার পরিবর্তন করে গাড়ির গতি কমাতে হবে।

  84. আপনি যখন একটি রাস্তার মোড়ে যাচ্ছেন যেখানে হলুদ সংকেত বাতি জ্বলছে তখন আপনি কি করবেন ?
    উ: গাড়ির গতি কমাতে হবে এবং গাড়ি নিয়ে যাওয়া নিরাপদ হবে এটা নিশ্চিত হলে তখনই গাড়ি নিয়ে এগিয়ে যান।

  85. প্রাইভেট গাড়িতে যতসংখ্যক যাত্রী বহনের অনুমতি দেওয়া থাকবে ?
    উ: নিবন্ধ শংসাপত্র।

  86. সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত ?
    উ: গতি অনুযায়ী নিরাপদ দূরত্ব ।

আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান