aadhar card update Photo

ভারত সরকারের নিয়ম অনুযায়ী ভারতের প্রত্যেক ভারতবাসীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার যদি একটি আধার কার্ড থেকে তাকে তাহলে ভারত সরকারের ঘোষণা অনুযায়ী ১০ বছর পর আধার কার্ড আপডেট (aadhar card update)করা বাধ্যতামূলক। আপনি যদি ঘরে বসে কোনরকম টাকা ছাড়াই আধার কার্ড আপডেট (aadhar card update)করতে চান তাহলে আমাদের এই পোস্টটিকে ফলো করুন। আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে আধার কার্ড আপডেট (aadhar card update) করতে হয়। কিভাবে আধার কার্ড আপডেট স্ট্যাটাস চেক (aadhar card update status) করতে হয়। আধার কার্ড এর মোবাইল নাম্বার আপডেট (aadhar card update mobile number) করতে হয়। আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট (aadhar card update date of birth) করতে হয়। কিভাবে আধার কার্ডে এড্রেস আপলোড করতে হয় এবং আধার কার্ড আপডেট করতে কি কি ডকুমেন্ট (aadhar card update documents) লাগবে।

অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি :

অনলাইনে আধার কার্ড আপডেট (aadhar card update online) করার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  1. প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://uidai.gov.in/en/।
  2. এরপর আধার কার্ডের একটি পেজ ওপেন হবে যেখানে আপডেট আধার নামে একটি অপশন থাকবে । এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. aadhar card update Image 1
  4. এরপর একটি পেজ ওপেন হবে, যেখানে আপডেট আধার ইন ইউর এড্রেস নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. aadhar card update Image 2
  6. এরপর একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে লগইন বাটনে ক্লিক করতে হবে।
  7. aadhar card update Image 3
  8. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড বসানোর পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কে বসাতে হবে। এবং লগইন বাটনে ক্লিক করতে হবে।
  9. এরপর আপনি আপনার আধার একাউন্টে লগইন হয়ে যাবেন।
  10. এর পর এই পেজের মধ্যে আধার আপডেট নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  11. aadhar card update Image 4
  12. এরপর একটি পেজ ওপেন হবে, যেখানে আপডেট আধার অনলাইন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  13. aadhar card update Image 5
  14. এরপর আধার অপশনটি তে ক্লিক করার পর প্রসিড টু আপডেট এড্রেস এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  15. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে ঠিকানা পরিবর্তনের জন্য আপনি যে ডকুমেন্ট দিতে চান তা সিলেক্ট করতে হবে।
  16. এরপর সেই ডকুমেন্ট টি একটি স্ক্যান কপি আপলোড করতে হবে।
  17. স্ক্যান কপি আপলোড হয়ে যাবার পর সাবমিট বটন এ ক্লিক করতে হবে।

তাহলে আপনার অনলাইনে আধার কার্ডে অ্যাড্রেস আপডেট (aadhar card update online) এর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।

কিভাবে আধার কার্ড এর মোবাইল নাম্বার আপডেট করবেন?

ভারত সরকারের নিয়ম অনুযায়ী ইউজার নিজেরা অনলাইন এর মাধ্যমে বাড়িতে বসে মোবাইল নম্বর আধার কার্ডে আপডেট (aadhar card update mobile number) করতে পারবেন না। আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর আপডেট (aadhar card update mobile number) করার জন্য সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে আপনার বাড়ির কাছাকাছি কোন আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
  2. আধার সেবা কেন্দ্র থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে।
  3. আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে। আপনাকে এই ফর্ম এর মধ্যে সঠিক মোবাইল নম্বরটি বসাতে হবে।
  4. মোবাইল নম্বর আপডেটের জন্য কোন ডকুমেন্ট এর প্রয়োজন হয় না।
  5. আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনি যে মোবাইল নম্বরটি দিচ্ছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট (aadhar card update mobile number) করার জন্য যে ওটিপি আসবে সেই ওটিপি আধার সেবা কেন্দ্রের যিনি থাকবেন তাকে প্রোভাইড করলে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট (aadhar card update mobile number) হয়ে যাবে।

কিভাবে আধার কার্ড আপডেট স্ট্যাটাস চেক করবেন ?

আধার কার্ড আপডেট স্ট্যাটাস (aadhar card update status) অনলাইন ও অফলাইন দুই রকম ভাবে চেক করা সম্ভব। আপনি যদি আধার কার্ড আপডেট করার জন্য এপ্লাই করেছেন, তাহলে আপনাকে আধার আপডেট স্ট্যাটাস চেক (aadhar card update status check) করতে হবে। আধার আপডেট স্টেটাস চেক করার সমস্ত তথ্য দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://uidai.gov.in/en/।
  2. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে গেট আধার নামে একটি অপশন থাকবে, এর মধ্যে চেক আধার স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. এরপর welcome to my আধার নামে একটি পেজ ওপেন হবে।
  4. এরপর লগইন অপশনটিতে ক্লিক করতে হবে, এবং আধার নম্বর ও ওটিপি বসানোর পর লগইন বাটনে ক্লিক করতে হবে।
  5. এরপর আপনার আধার কার্ডের লগিন হয়ে যাবে এই পেজের নিচের দিকে আধার কার্ড আপডেট স্ট্যাটাস এর সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে।

আধার কার্ড আপডেট এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?

আধার কার্ড আপডেট এর জন্য যে সমস্ত ডকুমেন্ট (aadhar card update documents) লাগবে তা দেওয়া হল।

  • আধার কার্ড। (যে আধার কার্ডটি আপনার কাছে অলরেডি আছে। সেই আধার কার্ড)
  • পরিচয় এর বৈধ প্রমাণপত্র। (ভোটার কার্ড, পাসপোর্ট)
  • জন্ম তারিখের বৈধ প্রমাণপত্র। (বার্থ সার্টিফিকেট)
  • ঠিকানার বৈধ প্রমাণপত্র। ( প্যান কার্ড, ভোটার কার্ড ,পাসপোর্ট)
  • বৈধ মোবাইল নম্বর।

FAQ অনলাইনে আধার কার্ড আপডেট ।

  1. একদিনে আধার কার্ড আপডেট করা সম্ভব ?
  2. A:আধার কার্ড এক সপ্তাহের মধ্যে আপডেট করা সম্ভব।

  3. আধার কার্ড এ কতবার বয়স পরিবর্তন করা সম্ভব ?
  4. A:আধার কার্ডে একবার বয়স পরিবর্তন করতে পারবেন।

  5. আধার কার্ড কি প্রতি ১০ বছরে আপডেট করতে হয় ?
  6. A:ভারত সরকারের নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছরে আধার কার্ড আপডেট করতে হয়।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান