সরকারি প্রকল্প সংক্রান্ত

কিভাবে পাবেন ই শ্রম কার্ডের (E Shram Card) দু লাখ টাকা।

23TH SEPTEMBER, 2023 by J Kamilya
e shram card photo

কেন্দ্র সরকার দরিদ্র ও শ্রমিকদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। কেন্দ্র সরকার দরিদ্র মানুষদেরকে আর্থিক সুবিধা দেবার জন্য ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্প চালু করেছে। ই শ্রম (E Shram Card) কাঠ প্রকল্প দরিদ্র ও শ্রমজীবী মানুষ রেজিস্ট্রেশন করতে পারেন। ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্পে শ্রমিক মানুষের সংখ্যা ২৮ কোটি ছাড়িয়ে গেছে । আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে ই শ্রম (E Shram Card Self Registration online) কার্ড রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে ইসলাম কার্ড ব্যালেন্স চেক (E Shram Card Balance Check) করতে হয়। কিভাবে ই শ্রম কার্ড স্ট্যাটাস চেক(E Shram Card Status Check) করতে হয়, কিভাবে ই শ্রম কার্ড (E Shram Card Download ) ডাউনলোড করতে হয়,ই শ্রম কার্ড (E Shram Card) এর ব্যালেন্স কিভাবে চেক করতে হয় ও ই শ্রম কার্ড (E Shram Card) এর সুবিধা গুলি কি কি।

ই শ্রম কার্ডের সুবিধা কি ?

ভারত সরকার শ্রমজীবী মানুষদের কিছুটা আর্থিক সুবিধা দেওয়ার জন্য ইশরুম কার্ড নিয়ে এসেছে । ই শ্রম কার্ড (E Shram Card Benefits) এর অনেক সুবিধা আছে। ই শ্রম কার্ড প্রকল্প সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।

  • ৬০ বছর বয়সের পর পেনশন পাবেন যারা ই শ্রম কার্ড (E Shram Card) এর নাম নথিভুক্ত করেছেন।
  • ই শ্রম কার্ড হোল্ডাররা যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এই কার্ড এর সুবিধা পাবেন।
  • ই শ্রম কার্ড হোল্ডাররা যদি মারা যান তাহলে এককালীন কিছু টাকা পাবেন।
  • ই শ্রম কার্ড এর নথিভুক্ত মানুষ যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এক লাখ টাকা পাবেন।
  • নথিভুক্ত মানুষ যদি মারা যান তাহলে ২ লাখ টাকা পাবেন।

কিভাবে ই শ্রম কার্ড এপ্লাই করবেন ?

আপনি যদি কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড (E Shram Card)যোজনার এর সুবিধা নিতে চান তাহলে আপনাকে প্রথমে ইসলাম কার্ড এর জন্য আবেদন( E Shram Card Apply) করতে হবে। আবেদন করার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  1. প্রথমে ইসলাম কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://eshram.gov.in/ ।
  2. e shram card Image 1
  3. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে রেজিস্ট্রেশন অন ই শ্রম নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. e shram card apply step 2
  5. এরপর সেলফ রেজিস্ট্রেশন এর একটি পেজ ওপেন হবে যেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড বসানোর পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে তাতে একটি ওটিপি আসবে।
  7. এরপর ওটিপিটি বসাতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  8. এরপর আপনার সামনে ফর্ম আপনার কাছে খুলবে।
  9. এরপর এই ফর্মটি মধ্যে থাকা নিজের সম্পর্কে সমস্ত তথ্য ফিলাপ করতে হবে।
  10. এরপর আপনাকে আপনার পেশা সম্পর্কে তথ্য দিতে হবে।
  11. এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে।
  12. এরপর আপনাকে যে ডকুমেন্টটি আপলোড করার জন্য বলা হবে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে।
  13. এরপর সমস্ত তথ্য ফিলাপ হয়ে গেলে ফর্মটি সাবমিট করতে হবে এবং ডাউনলোড করতে হবে। ফর্মটি ডাউনলোড করলে ই শ্রম কার্ড এর ইউ এন নাম্বার পেয়ে যাবেন।

ই শ্রম কার্ডের কি কি ডকুমেন্ট লাগবে ?

ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন (E Shram Card Self Registration Document) এর জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলি লাগবে তার সমস্ত তথ্য দেওয়া হল।

  • আধার কার্ড।
  • ব্যাংক পাসবুক।
  • ইলেকট্রিসিটি বিল।
  • মোবাইল নম্বর যেটা আধার কার্ডের সাথে লিংক আছে ।

কিভাবে ই শ্রম কার্ড এর টাকা চেক করবেন ?

ই শ্রম কার্ড এর টাকা চেক (E Shram Card Balance Check) করার জন্য দুটি পদ্ধতি আছে।

  • প্রথম পদ্ধতি
  • আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট চেক করলে আপনি জানতে পারবেন আপনার অ্যামাউন্ট কত আছে।

  • দ্বিতীয় পদ্ধতি
  • ই শ্রম কার্ডের ব্যালেন্স চেক (E Shram Card Balance Check) করার দ্বিতীয় পদ্ধতি নিচে দেওয়া হল।

  1. প্রথমে UMANG এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইট টি হল। https://web.umang.gov.in/landing/।
  2. e shram card Image 1
  3. এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে লগইন এর রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে মোবাইল নম্বর এবং ওটিপি বসানোর পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
  5. এরপর লগইন বটন এ ক্লিক করতে হবে।
  6. এরপর আপনার PFMS অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনাকে ব্যাংক একাউন্ট সহ সমস্ত তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার সমস্ত ডিটেলস শো করবে।

FAQ ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন।

  1. ই শ্রম কার্ড কারা করতে পারবেন ?
  2. A: আপনি যদি একজন শ্রমিক হন তাহলে ইসলাম কার্ড করতে পারবেন।

  3. এইসব কার্ড তৈরি করার জন্য কোন মাপ দন্ড আছে কি ?
  4. A:সোলো থেকে ৫৯ বছরের মধ্যে যে কোন ব্যক্তি এই ইস কার্ড যোজনা সুবিধা পেতে পারেন।

  5. ই শ্রম কার্ড এ মহিলারা আবেদন করতে পারে কি ?
  6. A:হ্যাঁ মহিলারা আবেদন করতে পারেন।

  7. ই শ্রম কার্ড করতে কোন ফি লাগে কি ?
  8. A:এসসি এসটিদের জন্য কোন ফ্রি লাগে না ।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান